ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উন্নয়নের রাজনীতিতে সক্রিয় থাকার আহ্বান হিলারির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৭, নভেম্বর ১৭, ২০১৬
উন্নয়নের রাজনীতিতে সক্রিয় থাকার আহ্বান হিলারির

হতাশ না হয়ে উন্নয়নের রাজনীতিতে সক্রিয় থাকার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন হিলারি ক্নিনটন।

ঢাকা: হতাশ না হয়ে উন্নয়নের রাজনীতিতে সক্রিয় থাকার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন হিলারি ক্নিনটন।

সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেন হিলারি।

নির্বাচনে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান সাবেক এ ফার্স্ট লেডি।  

গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনের পর এই প্রথম জনসম্মুখে আসলেন হিলারি। স্থানীয় সময় বুধবার (১৬ নভেম্বর) রাতে ওয়াশিংটনে একটি দাতব্য সংস্থার কাজে অংশ নিতে এসে সমর্থকদের প্রতি এ আহ্বান ‍জানান তিনি।  

‘জনসম্মুখে আসা আমার জন্য সহজ বিষয় ছিলো না’ উল্লেখ করে হিলারি বলেন, পেছনে ফিরবো না, এই ভেবে গত সপ্তাহে কয়েকবার আমি উঠে দাঁড়িয়েছি।

তিনি বলেন, দেশের প্রতি বিশ্বাস রাখুন, মূল্যবোধের জন্য সংগ্রাম করুন, কখনই হতাশ হবেন না।  

দাতব্য সংস্থার কাজে অংশ নিয়ে হিলারি তার অবশিষ্ট বক্তব্যে অ্যাডভোকেসি, ভলান্টিরিজম ও শিশুদের জন্য বিনিয়োগের প্রতি আহ্বান ‍জানান।

নির্বাচনে পপুলার ভোটে এগিয়ে থাকা হিলারিকে এ সময় ‘পিপলস প্রেসিডেন্ট’ হিসেবে পরিচয় করিয়ে দেন সঞ্চালক।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।