ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অন্ধ্র প্রদেশে মার্কেটে ঢুকে গেল লরি, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, এপ্রিল ২১, ২০১৭
অন্ধ্র প্রদেশে মার্কেটে ঢুকে গেল লরি, নিহত ২০ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্ধ্র প্রদেশে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে জনাকীর্ণ মার্কেটে ঢুকে গেছে। এতে পিষ্ট হয়ে মারা গেছে ২০ জনেরও বেশি। আহত হয়েছে কয়েক ডজন মানুষ।

শুক্রবার (২১ এপ্রিল) রাজ্যটির চিত্তর জেলার ইয়েরপেদু এলাকার ওই মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। শ্রীকালাহস্তি থেকে পার্শ্ববর্তী ত্রিপতিগামী লরিটি মার্কেটের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে জনতার ওপর উঠে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটির চাপায় পড়ে একটি দোকানে অপেক্ষমান ৬ জন মারা যান। বাকি ১৪ জন মারা যান বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধাকারী বাহিনী। তারা সেখানে তৎপর রয়েছে বলে ত্রিপতি পুলিশের সুপারিন্টেন্ডেন্ট।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ