ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কোরীয় উপদ্বীপ ‘পরমাণু’ যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, মে ১১, ২০১৭
কোরীয় উপদ্বীপ ‘পরমাণু’ যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে! কোরীয় উপদ্বীপে সামরিক তৎপরতা

ঢাকা:  দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থার্ড’ মোতায়েনে কোরীয় উপদ্বীপ পরমাণু যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং।
 

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র গত মাসে দক্ষিণ কোরিয়ায় ‘থার্ড’ মোতায়েন করে।

এদিকে, ‘থার্ড’ মোতায়েনের সমালোচনা করেছে চীন এবং রাশিয়া।

তারা মনে করে এর ফলে কোরীয় উপদ্বীপে শক্তির ভারাসম্য নষ্ট হবে এবং এ অঞ্চল আরো বেশি অস্থিতিশীল হয়ে পড়বে।

২০১৬ সালের গ্রীষ্মে এই ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল ওয়াশিংটন ও সিউল।

সেন্ট্রাল কোরিয়ান টিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, থার্ড মোতায়েনের ফলে কোরীয় উপদ্বীপ শক্তিশালী দেশগুলোর পরমাণু যুদ্ধক্ষেত্রে পরিণত হবে।

উত্তর কোরিয়া স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবি প্রকাশ করে তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা জানান দিয়েছে। যা তাদের যুদ্ধের প্রস্তুতিরও ঘোষণা। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার একটি গলফ খেলার মাঠে ’থার্ড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এবং তার অবস্থান অতি সূক্ষভাবে শনাক্ত করেছে পিয়ংইয়ং।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, মে ১২, ২০১৭
এএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ