ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নিখোঁজ মার্কিন সেনা উদ্ধারে যৌথ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, জুন ১৭, ২০১৭
নিখোঁজ মার্কিন সেনা উদ্ধারে যৌথ অভিযান ক্ষতিগ্রস্ত জাহাজ ফিটজেরাল্ড

জাপানের সমুদ্র উপকূলে বাণিজ্যিক জাহাজের সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ সাত মার্কিন নৌসেনা উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র ও জাপানের সমন্বয়ে গঠিত দল সমুদ্রে ও আকাশ থেকে যৌথভাবে এ উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।  

শনিবার (১৭ জুন) স্থানীয় সময় রাত আড়াইটায় জাপানের ইউওকোসোকা এর ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে।

এতে ৭ জন মার্কিন নৌসেনা নিখোঁজ ছাড়াও জাহাজটির কমান্ডারসহ বেশ কয়েকজন নাবিক আহত হয়েছেন।

সংঘর্ষের কারণ জানা না গেলেও এ ঘটনায় ইউএসএস ফিটজেরাল্ড নামের অত্যাধুনিক যুদ্ধ জাহাজটির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।  

সংঘর্ষে জাহাজটির মাঝ বরাবর দুমড়ে-মুচড়ে গেছে। জাহাজের অভ্যন্তরে পানিও প্রবেশ করেছে।  

ফিলিপাইনের পতাকাবাহী যে জাহাজটির সঙ্গে ফিটজেরাল্ডের সংঘর্ষ হয়েছে তা যুদ্ধ জাহাজটির চারগুণ।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।