ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রাসেলসে স্টেশনে আত্মঘাতী হামলাকারীকে পুলিশের গুলি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, জুন ২০, ২০১৭
ব্রাসেলসে স্টেশনে আত্মঘাতী হামলাকারীকে পুলিশের গুলি ব্রাসেলসে স্টেশনে আত্মঘাতী হামলাকারীকে পুলিশের গুলি

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সেন্ট্রাল স্টেশনে এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীকে গুলি করেছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) হামলাকারী স্টেশনে ছোট ধরনের বিস্ফোরণ ঘটায়। এরপর পুলিশ তাকে গুলি করে।

তবে হামলাকারী বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে বেলজিয়ান পুলিশ।

এ ঘটনায় আর কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। সেন্ট্রাল স্টেশন ও গ্রান্ড প্যালেস থেকে লোকজন সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

হ‍ামলাকারীর পরনে বোম্ব বেল্ট ছিল বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

এর আগে ২০১৬ সালের মার্চে ব্রাসেলসে হামলায় ৩২ জন নিহত হন। পরে এ হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, জুন ২১, ২০১৭ 
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ