ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সর্বোচ্চ ঝড়ে রূপ নিয়ে ফ্লোরিডায় এগোচ্ছে ‘ইরমা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৩, সেপ্টেম্বর ৬, ২০১৭
সর্বোচ্চ ঝড়ে রূপ নিয়ে ফ্লোরিডায় এগোচ্ছে ‘ইরমা’ ঘূর্ণিঝড় ইরমার গতিপথ- সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইরমা’ ক্যাটাগরি ৫ হারিকেনে রূপ নিয়ে ক্যারিবিয়ান উত্তর-পূর্বাঞ্চলীয় দ্বীপ লিওয়ার্ডের দিকে অগ্রসর হচ্ছে। শেষ খবর পর্যন্ত ঘূর্ণিঝড়টি অ্যান্টিগা ও বারবুডা দ্বীপ থেকে ৫০ মাইল দূরে অবস্থান করছে।

ঘণ্টায় ১৫ মাইল বেগে অগ্রসর হওয়া ‘ইরমা’কে আটলান্টিক মহাসাগরে উৎপন্ন ঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী, ধ্বংসাত্মক ও প্রাণঘাতী বলে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঘূর্ণিড়টির গতিপথ এখনো স্পষ্ট নয়।

তবে সপ্তাহের শেষ নাগাদ এটি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ফ্লোরিডায় আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৫ মাইল পর্যন্ত ওঠার আশঙ্কার কথা বলেছেন আবহাওয়াবিদরা।

ফ্লোরিডা ছাড়া ঘূর্ণিঝড়টির হুমকির মধ্যে থাকা অঞ্চলগুলো হলো- পুয়ের্তো রিকো, ইউএস ও বৃটিশ ভার্জিন আইল্যান্ড, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সাবা, সেন্ট মার্টিন, সেন্ট বার্তাস।  

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে এরইমধ্যে অনেক এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। ঝড়ের গতিপথে থাকা হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ফ্লোরিডা, পুয়ের্তো রিকোসহ বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঝড়ের পূর্ব প্রস্তুতি নিতে গিয়ে এরইমধ্যে এক নারী মারা যাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

অন্যদিকে কোনো কোনো সংবাদমাধ্যম ‘ইরমা’কে ক্যাটাগরি ৬ হারিকেনে রূপ নেওয়ার কথা বলেছে। বস্তুত ৫-এর পর ঘূর্ণিঝড়ের পরবর্তী কোনো ক্যাটাগরি নেই, এটিই সর্বোচ্চ বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার।  
 

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ