ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ভরণপোষণে দরকার এক হাজার ৬০০ কোটি টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, সেপ্টেম্বর ২২, ২০১৭
রোহিঙ্গাদের ভরণপোষণে দরকার এক হাজার ৬০০ কোটি টাকা পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী, ছবি: বাংলানিউজ

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২০ কোটি ডলার বা এক হাজার ৬০০ কোটি টাকার বেশি) প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সংস্থাটি এই তথ্য জানায়। আগামী ছয় মাস বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর খাদ্য ও সার্বিক সহায়তার জন্য এই অর্থের প্রয়োজন হবে।

সংস্থাটির হিসেবে এখন পর্যন্ত আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা চার লাখ ২২ হাজার। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে গেছে।

গত ৯ সেপ্টেম্বর জাতিসংঘ ৭৮ মিলিয়ন ডলারের (৭ কোটি ৮০ লাখ) অর্থ সহায়তা চায়। তখন লাখ খানেক রোহিঙ্গা এসেছিলেন। দিন দিন এই জনস্রোত বাড়ছে।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস বলেন, অন্তত ২০০ মিলিয়ন ডলার প্রয়োজন আগামী ছয় মাস এই রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য।  

যদিও এটি চূড়ান্ত হিসেবে নয়, ধারণার ওপর ভিত্তি করে চাহিদা তালিকা তৈরি। প্রয়োজনে বাড়তে পারে বলেও আভাস দেন তিনি।

‘বাঙালি সন্ত্রাসী আক্রমণে’ মর্মাহত মিয়ানমার সেনাপ্রধান!

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।