ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোতে ফের শক্তিশালী ভূমিকম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, সেপ্টেম্বর ২৩, ২০১৭
মেক্সিকোতে ফের শক্তিশালী ভূমিকম্প

মেক্সিকোতে ফের ভূমিকম্প আঘাত হানলো। রিখটার স্কেলে যা ৬ দশমিক ২ মাত্রার বলে জানাচ্ছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে দেশটির দক্ষিণের রাজ্য ওয়াক্সাকা শহর থেকে ১১ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে।  ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩০ কিলোমিটার গভীরে।



এখন পর্যন্ত (প্রাথমিকভাবে) কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।  প্রথমবার কম্পনের পর আরও দুটি ভূমিকম্প সেখানে আঘাত হানে বলে জানা যায়। মাত্রা ছিল ৪ দশমিক ৮।

এর আগে বুধবার (২০ সেপ্টেম্বর) ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপে মেক্সিকো সিটি। প্রাণ যায় প্রায় তিনশ জনের। লণ্ডভণ্ড হয় বহু ঘরবাড়ি-স্থাপনা।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।