গ্রেফতার হওয়া সাংবাদিকরা হলেন-সিঙ্গাপুরের লাউ হন মেন ও মালয়েশিয়ার মক চউ লিন।
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম নিধন নিয়ে মিয়ানমারের সঙ্গে তুরস্কের উত্তেজনাপূর্ণ সম্পর্কের ভেতরই এ ঘটনা ঘটলো।
মিয়ানমারের পক্ষে বলা হয়েছে, গত শুক্রবার মিয়ানমারের পার্লামেন্ট ভবনের ওপর ড্রোন ওড়ায় ওই দুই সাংবাদিক। তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। অং নাইঙ সো নামে স্থানীয় যে সাংবাদিকের সঙ্গে তারা কাজ করছিলেন তার বাসাতেও তল্লাশী চালানো হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গত মাসে মিয়ানমারে বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা ও বৌদ্ধ সন্ত্রাসের অভিযোগ তোলেন। এর পর থেকেই দু’দেশের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
জেডএম/


