ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

১৪১ কোটি জনসংখ্যার চীনে ২ লাখ ২৮ হাজার সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, নভেম্বর ৭, ২০১৭
১৪১ কোটি জনসংখ্যার চীনে ২ লাখ ২৮ হাজার সাংবাদিক চীনে সাংবাদিকের সংখ্যা ২ লাখ ২৮ হাজারের বেশি

চীনে ২ লাখ ২৮ হাজারের বেশি লোক বৈধ সাংবাদিক কার্ড ধারণ করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে রাষ্ট্রীয় প্রেস, পাবলিকেশন, রেডিও, ফিল্ম এবং টেলিভিশন (এসএপিপিআরএফটি) কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, অন্তত ৮৪ হাজার ব্যক্তি সংবাদপত্রের সঙ্গে জড়িত, আর ৬ হাজারের বেশি চুক্তিভিত্তিক কাজ করেন।  

এতে আরো বলা হয়, ২ হাজার ৮শ’ সাংবাদিক সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত।

রেডিও, টিভি অথবা প্রোডাকশন ফার্মের সঙ্গে কাজ করেন এমন সাংবাদিকের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার। আর সংবাদ বিষয়ক ওয়েবসাইটের সঙ্গে যুক্ত সাংবাদিকের সংখ্যা ১১শ’।

এসব সাংবাদিকের প্রায় ৩৯ শতাংশের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে। আর ৩৩ শতাংশের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। সাংবাদিকদের ৫১ শতাংশের বেশি পুরুষ বলেও বিবৃতিতে বলা হয়।

১৯৩৭ সালের ৮ নভেম্বর ইয়ং চাইনিজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। দেড়যুগ আগে এই প্রতিষ্ঠা দিনটিকেই ‘সাংবাদিক দিবস’ হিসেবে পালন শুরু করে চীন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ০৭,২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।