ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সুচির ওপর ক্ষোভ: এবার অ্যাওয়ার্ড ফেরত দিচ্ছেন বব গেলডফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৪, নভেম্বর ১৩, ২০১৭
 সুচির ওপর ক্ষোভ: এবার অ্যাওয়ার্ড ফেরত দিচ্ছেন বব গেলডফ আইরিশ সঙ্গীত ব্যক্তিত্ব বব গেলডফ। ছবি: সংগৃহীত

ঢাকা: রোহিঙ্গা নিধন ইস্যুতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির নীরবতার  প্রতিবাদে এবার সম্মানসূচক ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন অ্যাওয়ার্ড ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব বব গেলডফ।
 

সোমবার (১৩ নভেম্বর) ডাবলিনে সিটি হল কর্তৃপক্ষের কাছে তার এই অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বব গেলডফ বলেন,  আমরা তাঁকে সম্মানিত করেছিলাম, তিনি আমাদের লজ্জিত করেছেন।



অং সান সুচিও সম্মানসূচক ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। তাই বব গেলডফ ওই পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে অক্সফোর্ড সিটি কাউন্সিল ১৯৯৭ সালে সুচিকে দেওয়া  ফ্রিডম অব দ্যা সিটি অ্যাওয়ার্ড প্রত্যাহার করে নেয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।