ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মেলবোর্নে নাইটক্লাবের বাইরে গুলি, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, এপ্রিল ১৪, ২০১৯
মেলবোর্নে নাইটক্লাবের বাইরে গুলি, নিহত ১ নাইটক্লাবের বাইরে এখানেই গুলির ঘটনা ঘটে

অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের একটি নাইটক্লাবের বাইরে গুলিতে এক নিরাপত্তারক্ষী মারা গেছেন। অতর্কিত গুলিতে আহত হয়েছেন আরও তিনজন। এদের মধ্যে আরও একজনের অবস্থা সংকটাপন্ন।

রোববার (১৪ এপ্রিল) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

তবে এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা সে ব্যাপারে কিছু জানায়নি অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, তিন নিরাপত্তারক্ষী ও একজন সাধারণ মানুষ এতে আহত হন। হসপিটালে নেওয়ার পর মারা যান একজন নিরাপত্তারক্ষী। আরও একজনের অবস্থা সংকটাপন্ন। বাকি দুজন এখন শঙ্কামুক্ত।

হামলাকারী জনবহুল এলাকার মধ্যে একটি কালো পোরশে গাড়ি থেকে নেমে এ হামলা চালায়। সামনেই ছিল দ্বিতল নাইটক্লাব লাভ মেশিন। তবে কি কারণে এ হামলা তার কোনো কারণ জানা যায়নি। কোনো সন্ত্রাসী গোষ্ঠীও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। পুলিশ কাউকে আটক করতে পারেনি এখনও।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।