ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে বিকট বিস্ফোরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, এপ্রিল ২৬, ২০১৯
যুক্তরাজ্যে বিকট বিস্ফোরণ স্টিল ওয়ার্কস প্ল্যান্টে বিস্ফোরণ, ছবি: সংগৃহীত

ঢাকা: বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় স্টিল ওয়ার্কস প্ল্যান্টে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

শুক্রবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় ভোরে দেশটির পোর্ট টালবট টাউনে টাটা স্টিল সাইটে বড় ধরনের একটি বিস্ফোরণে বিপর্যয় দেখা দেয় বলে স্থানীয়রা নিশ্চিত করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, অনলাইনে পোস্ট করা ঘটনার ভিডিওতে দেখা গেছে, প্ল্যান্টের বেশ কয়েকটি স্থানে বড় ধরনের আগুন।

ঘটনার পরপরই ভোর ৩টা ৩৫ মিনিটে জরুরি সেবা ফোন নম্বর ৯৯৯-এ কল যায় কর্তৃপক্ষের কাছে। এরপর প্যারামেডিক এবং ফায়ার সার্ভিসের কর্মীসহ জরুরি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এক ব্রিটিশের টুইটে বলা হয়েছে, পোর্ট টালবটের স্টিল প্ল্যান্টে বড় ধরনের একটি বিস্ফোরণ হয়েছে। এরপর বাড়িটিতে বিপর্যয় দেখা দেয়। তবে আশা করা হচ্ছে এ ঘটনায় কেউ বড় ধরনের আঘাত পাননি।

বাংলাদেম সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।