ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার সিনাগগে বন্দুকধারীর হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, এপ্রিল ২৮, ২০১৯
ক্যালিফোর্নিয়ার সিনাগগে বন্দুকধারীর হামলায় নিহত ১ ক্যালিফোর্নিয়ার সিনাগগে বন্দুকধারীর হামলায় নিহত ১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিনাগগে (ইহুদি উপাসনালয়) বন্দুকধারীর হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

রোববার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ ঘটনার পরপরই সন্দেহভাজন ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

তবে হামলার কারণ এখনও জানা যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, শনিবার (২৭ এপ্রিল) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়াগো শহরের একটি সিনাগগে ইহুদিদের ধর্মীয় উৎসব চলছিলো। এসময় গাড়ি থেকে নেমে এক বন্দুকধারী এ হামলা চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। বাকি তিনজন চিকিৎসাধীন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে ২০১৮ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গের একটি সিনাগগে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এএটি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।