ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জরুরি অবতরণের পর যাত্রীবাহী প্লেনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৮, মে ৬, ২০১৯
জরুরি অবতরণের পর যাত্রীবাহী প্লেনে আগুন প্লেন থেকে ধোঁয়া বের হয়ে আকাশে ছড়িয়ে পড়ে

রাশিয়ার মস্কোর শেরিমেতভো বিমানবন্দরে জরুরি অবতরণের পর রানওয়েতে যাত্রীবাহী একটি প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, মস্কো থেকে মুরমানস্কা অভিমুখী প্লেনটি উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি অবতরণ করে। এরপরই ‘এসইউ১৪৯২’ ফ্লাইটে আগুন ধরে যায়।

 

এ সময় প্লেন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুতই অগ্নিনির্বাপক কর্মীরা টারমার্কে ছুটে যান ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তবে কি কারণে প্লেনটিতে আগুন ধরেছে প্রাথমিক তা জানা যায়নি। পাওয়া যায়নি কর্তৃপক্ষের বক্তব্য।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মে ০৫, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।