ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পানামায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, মে ১৩, ২০১৯
পানামায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত প্রতীকী ছবি

ঢাকা: উত্তর আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। এতে বেশ কয়েকটি ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধসে পড়েছে। এসময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

কর্তৃপক্ষ জানায়, রোববার (১২ মে) দেশটির পশ্চিমাঞ্চলে কোস্টা রিকা সীমান্তের কাছাকাছি ৩৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

দেশটির প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা টুইটারে এক পোস্টে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।