ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভাইয়ের পরকীয়ায় মার খেলেন দুই বোন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, মে ১৬, ২০১৯
ভাইয়ের পরকীয়ায় মার খেলেন দুই বোন গাছে বেঁধে পেটানো হচ্ছে ভুক্তভোগীদের। ছবি: সংগৃহীত

ঢাকা: বিবাহিত নারীর সঙ্গে পরকীয়া করে পালানোর অভিযোগে এক ব্যক্তিকে তার দুই বোনসহ গাছে বেঁধে পেটানো হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার (১৫ মে) ভারতের মধ্য প্রদেশের ধার জেলার অর্জুন কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, ভাইকে পরকীয়ায় সহযোগিতার সন্দেহে ওই ব্যক্তির দুই বোনকে হেনস্তা করা হয়।

তাদের মধ্যে এক শিশুও রয়েছে।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক পুরুষ ও দুই নারীকে গাছে বেঁধে লাঠি দিয়ে পেটাচ্ছে কয়েকজন। পাশেই নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে একদল মানুষ।

পুলিশ সুপার সঞ্জীব মৌলে সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, গত বুধবার (১৫ মে) পালিয়ে যাওয়া নারীর স্বামী তার প্রেমিককে দুই বোনসহ তাদের বাড়িতে ডেকে নেন। নিজেরা আলোচনা করে সমস্যা মিটমাটের জন্য তাদের ডাকা হয়েছিল।  

কিন্তু তিন ভাইবোন ওই বাড়িতে পৌঁছানোর পর নারীর স্বামীসহ পরিবারের লোকজন তাদের গাছের সঙ্গে বেঁধে রাখে ও লাঠি দিয়ে পেটায়। এসময় দুইবোনকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ উঠেছে।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে আমরা পাঁচজনকে গ্রেফতার করি। এতে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির উপযুক্ত ধারাসহ শিশুর যৌন নিরাপত্তা আইনে (পসকো) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।