ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্রান্সে পার্সেল বোমা হামলা, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৯, মে ২৫, ২০১৯
ফ্রান্সে পার্সেল বোমা হামলা, আহত ১৩ আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে

ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিয়নের একটি ব্যস্ততম সড়কে পার্সেল বোমা হামলায় অন্তত ১৩ জন আহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 

স্থানীয় সময় শুক্রবার (২৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ভিক্টর হুগো ও সালা সড়কে এ বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে একজন আট বছরের শিশুও রয়েছে।

 

এ হামলার পর সারা দেশের জনবহুল এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে এক সন্দেহভাজনের ছবিও প্রকাশ করেছে কালো পোশাক করা আনুমানিক ৩০ বছর বয়সী ওই হামলাকারীর কাছে একটি কালো মাউন্টেন বাইসাইকেল ছিল।

স্থানীয় মেয়র ডেনিস ব্রোলিকিয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সব মিলিয়ে এ হামলা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি কারণ ‘পার্সেল বোমের ক্ষমতা’ খুব বেশি ছিল না। বিভিন্ন ধাতু ও কাচ ভেঙে পথচারীরা আহত হয়েছেন।

পুলিশ টুইটে হামলা বিষয়ে কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে জানাতে বলেছে জনগণকে।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অপর এক টুইটে হামলার ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।

ফ্রান্সে সবশেষ ২০০৭ সালে পার্সেল বোমা হামলার ঘটনা ঘটে, যাতে একজন মারা যায়।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।