ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াটসঅ্যাপে বিভ্রাট!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, জুন ৬, ২০১৯
বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াটসঅ্যাপে বিভ্রাট! ফাইল ফটো

ঢাকা: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপ দু’টি ব্যবহারে ভোগান্তির শিকান হন।  

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর জানিয়েছে, সকাল থেকেই ইউরোপের বিভিন্ন দেশে ফেসবুক ও ও তাদের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে যায়।

 

ব্যবহারকারীদের মধ্যে ৬৪ শতাংশ জানিয়েছেন, তারা অ্যাপে যুক্ত হতে সমস্যায় পড়েছেন। ৩৩ শতাংশ জানিয়েছেন, তাদের মেসেজ পাঠানো বা গ্রহণে সমস্যা হয়েছে।  

বাংলাদেশেও ফেসবুকে কোনো কিছু পোস্ট করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন একাধিক ব্যবহারকারী।
 
সমস্যার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ০৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।