ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত হয়ে ইরানের সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৯, মার্চ ৬, ২০২০
করোনায় আক্রান্ত হয়ে ইরানের সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলাম মারা গেছেন। দেশটির আট শতাংশ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স।

এর আগে সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০) মারা যান।

 

হোসেইন শাইখল ইসলাম ছিলেন দেশটির বিদেশ বিষয়কমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের উপদেষ্টা।

করোনা ভাইরাসে ইরানে এ পর্যন্ত অন্তত ১১০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৩ জন। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাস দেখা দেয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারণ করেছে এ ভাইরাস। এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৩০০ জন। আক্রান্ত হয়েছেন আরও অন্তত ৯৬ হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।