ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

এবার করোনা পজিটিভ ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বারলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, জুলাই ৪, ২০২০
এবার করোনা পজিটিভ ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বারলি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বারলি গিলফয়েল করোনা আক্রান্ত হয়েছেন। 

শনিবার (৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়।  

ট্রাম্পের প্রচারণার তহবিল সংগ্রহকারী ও তার ভিক্টরি ফিন্যান্স কমিটির চেয়ারম্যান কিম্বারলি।

ভিক্টরি ফিন্যান্স কমিটির চিফ অব স্টাফ সার্জিও গর এক বিবৃতিতে জানান, নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন কিম্বারলি। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।  

বিবৃতিতে আরও জানানো হয়, কিম্বারলির মধ্যে করোনার উল্লেখযোগ্য তেমন কোনো উপসর্গ নেই। তিনি এখন পর্যন্ত স্থিতিশীল।  

এদিকে বান্ধবী কিম্বারলির করোনা পজিটিভ আসায় ডোনাল্ড ট্রাম্প জুনিয়রেরও করোনা টেস্ট করা হয়। তবে তার করোনা নেগেটিভ এসেছে। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে তিনিও আইসোলেশনে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এমইউএম/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।