ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উর্দু রচনা প্রতিযোগিতা: বিজয়ীদের পুরস্কৃত করলেন ড. স্যামন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, অক্টোবর ৮, ২০২০
উর্দু রচনা প্রতিযোগিতা: বিজয়ীদের পুরস্কৃত করলেন ড. স্যামন ...

জম্মু ও কাশ্মীরে উর্দু কাউন্সিল আয়োজিত ‘উর্দু রচনা প্রতিযোগিতায়’ বিজয়ীদের পুরস্কৃত করেছেন ড. আসগর হাসান স্যামন।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে স্কুল শিক্ষা ও দক্ষতা বিকাশ বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি ড. স্যামন অনলাইনে আয়োজিত এ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেন।

পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত সভার প্রধান অতিথি ছিলেন ড. স্যামন। এতে সভাপতিত্ব করেন প্রখ্যাত কার্টুনিস্ট বশীর আহমেদ বশীর।

রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া মোট ১৩ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের মধ্যে ছিল নগদ টাকা, ক্রেস্ট, প্রশংসাপত্র ও বই।

হাইফা সাজাদ, রাজিয়া সুলতানা ও মেহের-ও-মোজাফ্ফর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছেন। এতে প্রায় ১৯৬টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

ড. স্যামন করোনা মহামারির সংকটের সময়ে এ আয়োজনের জন্য উর্দু কাউন্সিলকে ধন্যবাদ জানিয়েছেন।

এসময় ড. স্যামন কাশ্মীরের লেখক সোহাইল সেলিমের উর্দুতে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।