ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘বাইডেন জিতলে সরকারের নিয়ন্ত্রণ যাবে বিশ্ববাদীদের হাতে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, নভেম্বর ৩, ২০২০
‘বাইডেন জিতলে সরকারের নিয়ন্ত্রণ যাবে বিশ্ববাদীদের হাতে’

ভোটের ঠিক আগমুহূর্তেও টুইটারে ক্রমাগতভাবে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সমালোচনা করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।  

বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তিনি টুইটারে বাইডেন কে ‘স্লিপি’ আখ্যা দিয়ে লিখেছেন, ‘বাইডেনকে ভোট দেওয়া হলে ভোট দেওয়া হবে সম্পদশালী ভণ্ড উদারপন্থীদের।

বাইডেন জিতলে সরকারের নিয়ন্ত্রণ চলে যাবে বিশ্ববাদী, কমিউনিস্ট, সোশ্যালিস্টদের হাতে। যারা আপনাদের নীরব করে দিতে চায়, নিয়ন্ত্রণ আরোপ করতে চায়, বাতিল করে দিতে চায় এবং শাস্তি দিতে চায়। বেরিয়ে আসুন এবং আগামীকাল ভোট দিন। ’

ট্রাম্প আরও লিখেছেন, বাইডেন যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাস শিল্প ধ্বংস করতে চায়। খনিজ উত্তোলন বন্ধ করতে চায়। যতক্ষণ আমি প্রেসিডেন্ট আছি আমরা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান তেল ও গ্যাস উৎপাদক থাকবো। জ্বালানি খাতেও আমরা স্বাধীন থাকবো।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।