ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শান্তিরক্ষীদের জন্য টিকা দেওয়ায় ভারতকে ধন্যবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, ফেব্রুয়ারি ২২, ২০২১
শান্তিরক্ষীদের জন্য টিকা দেওয়ায় ভারতকে ধন্যবাদ

জাতিসংঘের শান্তিরক্ষীদের জন্য দুই লাখ ডোজ করোনা টিকা দেওয়ায় ভারতকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।  

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে উদ্ধৃত করে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ভারত টিকা পৌঁছে দিয়ে করোনাযুদ্ধে বিশ্ব নেতায় পরিণত হয়েছে।

 

বিশ্বব্যাপী টিকার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কোভ্যাক্স সুবিধা জোরদার করার প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।  

তিনি জাতিসংঘের শান্তিরক্ষীদের জন্য ২০০,০০০ করোনা টিকা উপহার দেওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) তথ্য মতে, ভারত গত সপ্তাহে বিশ্বব্যাপী মোট ২২৯.৭ লাখ ডোজ করোনা টিক সরবরাহ করেছে।

গত ১৬ জানুয়ারি ভারত জাতিসংঘকে প্রথম দিনে ২০৭,২২৯ ডোজ টিক দেয় ভারত।  

ভারত সরকার সমগ্র টিকা প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য কোউইন (কোভিড ভ্যাকসিন ইন্টেলিজেন্স ওয়ার্ক) নামে একটি অ্যাপ্লিকেশন চালু করেছে।

সাপ্তাহিক এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ওমান, নিকারাগুয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলোকে টিকা দেওয়ার পরিকল্পনা করছে। সূত্র: জেনেভাডেইলি

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।