ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শ্রীনগরে চতুর্থ শ্রেণির পদে নিয়োগ পরীক্ষায় ৪২ হাজার প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, মার্চ ৩, ২০২১
শ্রীনগরে চতুর্থ শ্রেণির পদে নিয়োগ পরীক্ষায় ৪২ হাজার প্রার্থী প্রতীকী ছবি

ম্মু ও কাশ্মীর পরিষেবা নির্বাচন বোর্ডে (জেকেএসএসবি) চতুর্থ শ্রেণির পদের নিয়োগ পরীক্ষায় প্রায় ৪২ হাজার প্রার্থী দিয়েছেন। শ্রীনগরে অনুষ্ঠিত ওই পরীক্ষার সুষ্ঠুতা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

গত ১৭ ও ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ তিনদিন তিনধাপে এ পরীক্ষা নেওয়া হয়েছে। শ্রীনগরে ৫৪ হাজার প্রার্থীর ৭৮ শতাংশ পরীক্ষায় উপস্থিত হয়েছিলেন।

জেলার ৩৮টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছে। নিরাপত্তা এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষার বিষয়টি মাথায় রেখে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরীক্ষার সুষ্ঠুতা নিশ্চিত করতেও যথাযথ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ৩৮টি কেন্দ্রের প্রতিটিতেই দায়িত্বপ্রাপ্ত একজন ম্যাজিস্ট্রেট এবং একজন পর্যবেক্ষক ছিলেন। এছাড়া, পরীক্ষা পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রেই তত্ত্বাবধায়ক ও পরীক্ষক ছিলেন। সেই সঙ্গে স্বচ্ছতা বজায় রাখতে ভিডিও ক্যামেরার মাধ্যমে পুরো পরীক্ষা কার্যক্রম রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।