ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

২০ কোটির পূজামণ্ডপে প্রতিমায় ৪৫ কেজি গহনা!

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, অক্টোবর ১২, ২০২১
২০ কোটির পূজামণ্ডপে প্রতিমায় ৪৫ কেজি গহনা!

দুবাইয়ের বুর্জ খলিফার আদলে তৈরি করা হয়েছে গোটা পূজামণ্ডপ। সেই মণ্ডপে প্রতিমার গায়ে পরানো হয়েছে ৪৫ কেজি স্বর্ণের গহনা।

তাই নিরাপত্তা দিতে পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।  

মঙ্গলবার (১২ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঘটেছে এমন ঘটনা। সেখানে শ্রীভূমির দুর্গা প্রতিমাকে সাজাতে খরচ করা হয়েছে ২০ কোটি রুপি। এ কারণে পূজামণ্ডপজুড়ে পুলিশে ভর্তি। সকাল থেকে রাত পর্যন্ত বিপুল পরিমাণ পুলিশ সদস্য সেখানে নিরাপত্তা দিচ্ছেন।
 
অনেকেই বলে থাকেন এটি মন্ত্রী সুজিত বসুর দুর্গাপূজা। তৃতীয়বার কঠিন লড়াই করে সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস। তাই দুর্গাপূজা বড় করে হচ্ছে। তাক লাগিয়েছে পূজামণ্ডপ থেকে প্রতিমা পর্যন্ত।

উল্লেখ্য, এ বছর ৪৯তম পূজা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। এই দূর্গাপুজা দেখতে প্রত্যেকবারই উপচে পড়ে ভিড়। এবারও তাই হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।