ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিমান হামলায় ১৮৬ হুথি নিহত 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৩, নভেম্বর ১৪, ২০২১
বিমান হামলায় ১৮৬ হুথি নিহত 

ইয়েমেনে মারিবের কাছে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ১৮৬ হুথি নিহত হয়েছেন।

শনিবার (১৩ নভেম্বর) আরব জোট এ তথ্য জানায়।

 

জোটের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মারিব শহরের পূর্বে সিরওয়াহ এবং দক্ষিণে আল-বায়দা প্রদেশে এই অভিযান চালায় সৌদি জোট।  

২৪ ঘণ্টায় চালানো ৪২টি হামলায় ১৭টি সামরিক যান ধ্বংস করা হয়েছে বলেও জানায় সৌদি জোট।  

ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে অক্টোবরে একাধিক হামলা চালায় সৌদি জোট। এতে কয়েক শ’ হুথি নিহত হন।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।