ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

৫ টাকা এনে দেবে লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, নভেম্বর ২৫, ২০২১
৫ টাকা এনে দেবে লাখ টাকা!

পুরোনো পাঁচ টাকার নোট থাকলে আপনি পেতে পারেন লাখ টাকা। এই সুযোগ করে দিচ্ছে ভারতীয় মুদ্রা কেনাবেচার কয়েকটি ওয়েবসাইট।

  

ভারতীয় মুদ্রার পাঁচ টাকার পুরোনো নোট বা কয়েন নিলামে তুলে লক্ষাধিক টাকা উপার্জনের সুযোগ পেতে মানতে হবে কয়েকটি শর্ত।  

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, পুরোনো ওই পাঁচ টাকার নোটের পেছনের দিকে ট্র্যাক্টর চালাচ্ছেন এক চাষি—এমন ছবি থাকতে হবে। শুধু তাই নয়, নোটের ওপর ৭৮৬ নম্বর লেখাটাও থাকা জরুরি।

আপনার কাছে থাকা সেই পাঁচ টাকার নোটের পরিষ্কার একটা ছবি তুলে নোট এবং কয়েন কেনাবেচা সংক্রান্ত ওয়েবসাটে আপলোড করতে হবে। সেই ছবি আপলোড হলেই নিলাম শুরু হবে। আর এখান থেকেই আপনি আয় করতে পারেন লক্ষাধিক টাকা।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।