ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আমেরিকাকে মোকাবিলায় সম্পর্কে ঘনিষ্ঠ হচ্ছে চীন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, নভেম্বর ২৬, ২০২১
আমেরিকাকে মোকাবিলায় সম্পর্কে ঘনিষ্ঠ হচ্ছে চীন-রাশিয়া

আমেরিকার পক্ষ থেকে সামরিক চাপ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে রাশিয়া ও চীন এ খাতে সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য একটি রোড ম্যাপে সই করেছে। দু’দেশের সীমান্তে মার্কিন সামরিক বাহিনীর তৎপরতা বেড়ে যাওয়ার কারণে যখন উত্তেজনা বাড়ছে তখন এ রোডম্যাপ সই করা হলো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বলেছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেং ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করেন এবং সেখানে তারা সামরিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে অভিন্ন আগ্রহের কথা ব্যক্ত করেন। দুই মন্ত্রী বলেন, কৌশলগত সামরিক মহড়া ও দু’পক্ষের মধ্যে যৌথ টহল বাড়াতে হবে।

রুশ মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু চীনের সঙ্গে পাঁচ বছর মেয়াদি একটি সহযোগিতা চুক্তিতে সই করেছেন তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বেশ আগে থেকেই রাশিয়া ও চীন জাপান সাগর এবং পূর্ব চীন সাগরসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ নৌ টহল দিয়ে আসছে।

সূত্র: পার্সটুডে

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।