ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মায়ের সেবায় অবহেলা, স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, ফেব্রুয়ারি ২১, ২০২২
মায়ের সেবায় অবহেলা, স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই প্রতীকী

বৃদ্ধ মায়ের সেবায় অবহেলা করায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে নিজেদের স্ত্রীদের তালাক দিয়েছেন তিন ভাই। এমন ঘটনা ঘটেছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায়।

দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, তিন ভাই কাজ থেকে বাড়ি ফিরে দেখতে পান তাদের অসুস্থ মাকে গোসল করাচ্ছেন প্রতিবেশী। কিন্তু সেখানে তাদের স্ত্রীরা কেউ নেই। বিষয়টিতে ক্ষুব্ধ হয়ে স্ত্রীদের তালাক দেন তারা।

ওই বৃদ্ধার মেয়ে তার যত্ন নিতে সপ্তাহে দুদিন করে মায়ের কাছে আসতেন। সম্প্রতি তিনিও আসতে পারেননি। তিনি তার ক্যানসার আক্রান্ত স্বামীর সেবায় ব্যস্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।