ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নরওয়েতে সেনা পাঠাচ্ছে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, মার্চ ১২, ২০২২
নরওয়েতে সেনা পাঠাচ্ছে ন্যাটো

১৭ দিনে গড়িয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাত। এর মধ্যেই নরওয়েতে মহড়ার জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সামরিক জোট ন্যাটো।

শনিবার (১২ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ১৪ মার্চ থেকে এ মহড়া শুরু হবে। এ মহড়ার জন্য ২৭টি দেশের প্রায় ৩০ হাজার সৈন্য, ২০০ যুদ্ধবিমান ও ৫০টি জাহাজ নরওয়েতে যাবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এটি চলতি বছরে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া।

নরওয়েতে ঠান্ডার মধ্যে ১৪ মার্চ থেকে শুরু হওয়া এ মহড়া পশ্চিমাদেশগুলোর সৈন্যদের আকাশ, স্থল ও সমুদ্রে যুদ্ধের জন্য দক্ষতা বাড়াতে সাহায্য করবে।

রাশিয়ার সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরত্বে এ মহড়া অনুষ্ঠিত হবে। যদিও ইউক্রেনে মস্কোর হামলা শুরু হওয়ার অনেক আগেই এটি পরিকল্পনা করা হয়েছিল। তবে এখন যুদ্ধের কারণে এই মহড়ার গুরুত্ব বেড়েছে।

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ওড রজার এনোকসেন বলেন, এই মহড়া নরওয়ে ও মিত্রদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নরওয়ের শক্তিবৃদ্ধির জন্য আমরা এই মহড়ায় অংশ নেব।

আগামী ১ এপ্রিল এ কার্যক্রম শেষ হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।