ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রানি এলিজাবেথের কুচকাওয়াজে বাধা দেওয়ায় গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, জুন ২, ২০২২
রানি এলিজাবেথের কুচকাওয়াজে বাধা দেওয়ায় গ্রেফতার ২ রানি এলিজাবেথের কুচকাওয়াজে বাধা দেওয়ায় গ্রেফতার

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে অভিষেকের ৭০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত কুচকাওয়াজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) তাদেরকে গ্রেফতার করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

এই অনুষ্ঠানের একটি টিভি ফুটেজে দেখা যায়, দুজন ব্যক্তি দৌড়ে ওই কুচকাওয়াজের সামনে চলে যায়।  প্রায় ১ হাজার ৫০০ সেনাসদস্য, সেনাবাহিনীর সংগীত দলের ৪০০ সদস্য ও ২৫০টি ঘোড়া ঐতিহ্যবাহী ‘ট্রুপিং দ্য কালার’ (ব্রিটিশ সার্বভৌমত্বের জন্মদিন উদ্‌যাপন) কুচকাওয়াজে অংশ নেয়।

 রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই ব্যক্তি আড়াল থেকে দৌড়ে বেরিয়ে বাকিংহাম প্যালেসের দিকে এগোতে থাকেন। তারা কুচকাওয়াজের পথে শুয়ে পড়ে ।  

গ্রেফতার হওয়াদের মধ্যে একজনের হাতে একটি ব্যানার ধরে থাকতে দেখা গেছে। আরেকজনের মাথায় স্বর্ণের মুকুট ছিল।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুন ০২, ২০২২
ইআর 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।