ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

মজার মজার লেখা নিয়ে কিশোর লেখার ঈদ সংখ্যা

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৬, আগস্ট ২৬, ২০১২
মজার মজার লেখা নিয়ে কিশোর লেখার ঈদ সংখ্যা

ঢাকা: তোমাদের জন্য মজার মজার লেখা নিয়ে কিশোর লেখার ঈদ সংখ্যা এখন বাজারে।

ঈদ সংখ্যার শুরুতেই রয়েছে বিখ্যাতদের ছোটবেলা ঈদ নিয়ে অনু সরকারের একটি বিশেষ লেখা।



এর ভেতরের পাতায় পাতায় ছড়িয়ে আছে তোমাদের প্রিয় সব লেখকের লেখা মজার মজার গল্প আর ছড়া।

কিশোর লেখার ঈদ সংখ্যায় গল্প লিখেছেন- আলী ইমামের ‘নদীটি সব জানে’, রফিকুর রশীদের ‘অন্য এক আনন্দ ভ্রমণ’, মাহবুব রেজার ‘দেখি আমার মায়ের মুখ’, আইরীন নিয়াজী মান্নার ‘অপূর্ব ও নানীর গল্প’, সোমা দেবের ‘জিমির জন্মদিন’, রুদ্রাক্ষ রহমানের ‘এই শহরে এখনো বৃষ্টি নামে’, জসীম আল ফাহিমের ‘মুক্তাভবন’, রণজিত সরকারের ‘নৌকা’।

ছড়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—সুকুমার বড়ুয়ার ‘আঁচলের ছড়া’, আবু সালেহর ‘দুটি ছড়া’, আখতার হুসেনের ‘নাম জান লোকটার’, আলম তালুকদারের ‘উপায় বলেন দাদা’।

তোমাদের জন্য এবারের ঈদ সংখ্যায় ভূতের গল্প লিখেছেন ধ্রুব এষ। গল্পের নাম ‘তিনি ও সে’।

পত্রিকাটি সম্পাদনা করেছেন আইরীন নিয়াজী পান্না। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। দাম মাত্র ২৫ টাকা। তো আর দেরি না করে এখনই সংগ্রহ করে নাও।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।