ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

পিরোজপুরে শিশুদের জন্য ওয়েবসাইট চালু

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, অক্টোবর ৪, ২০১২
পিরোজপুরে শিশুদের জন্য ওয়েবসাইট চালু

ঢাকা: পিরোজপুরে শিশুদের জন্য ওয়েবসাইট চালু করেছে ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্স (এনসিটিএফ)। বিশ্ব শিশু দিবসকে সামনে রেখে এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।



এ উপলক্ষে সোমবার জেলা শিশু একাডেমিতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার এস. এ আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মোঃ মনিরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসাইন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ রিয়াদুল ইসলাম, এনসিটিএফ পিরোজপুরের সাধারণ সম্পাদক তাহসান খান আদর।

এতে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন

ওয়েবসাইটটির ঠিকানা: www.nctfpirojpur.webs.com


বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।