ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

শিশু বইমেলা শুরু রোববার

রাজীব কুমার সাহা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, মার্চ ১৬, ২০১৩
শিশু বইমেলা শুরু রোববার

প্রিয় বন্ধুরা, মাস না ঘুরতেই আবার শুরু হচ্ছে বইমেলা। তবে এবারের মেলা শুধু তোমাদের জন্য।



প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমী সংলগ্ন শিশু একাডেমী প্রাঙ্গণে তোমাদের জন্য দারুণ সব বই নিয়ে রোববার শুরু হচ্ছে বইমেলা।

‘গড়তে দেশ পড়ব বই, জ্ঞানের আলোয় দীপ্ত হই’ এই প্রতিপাদ্য নিয়ে ১০ দিনব্যাপী শিশু বইমেলার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমী।

১৭ই মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে এ মেলার আয়োজন। মেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত। বাংলাদেশ শিশু একাডেমী মেলাটি আয়োজন করেছে তৃতীয় বারের মতো।

প্রতিদিন বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টা এবং ছুটির দিন বেলা এগারোটা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে তোমাদের সবার প্রিয় এ মেলা।

তোমাদের নিয়েই এ আয়োজন। এখনই তৈরি হয়ে নাও মেলায় যেতে। মেলায় গিয়ে বাছাই করে নাও তোমাদের পছন্দের বইটি ফুরিয়ে যাওয়ার আগেই।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।