ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

লাশ দিয়েছে সাভার

লুৎফুর রহমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, এপ্রিল ২৫, ২০১৩
লাশ দিয়েছে সাভার

দেশের মানুষ কাঁদে সবে
কাঁদার সময় আবার
লাশের মিছিল স্তব্দ স্বদেশ
লাশ দিয়েছে সাভার।

পেটের দায়ে কাজে গেলো
আনতে শিশুর খাবার
অবুঝ ছেলে পেলো শেষে
লাশটা প্রিয় বাবার।


আর কতো লাশ ঝরলে দেশে
আসবে সময় ভাবার?

এই অধিকার দাওগো মশাই
আমজনতা জানার
আদৌ কি হবে বিচার
ঘাতক-দানব রানার?

কেমনে মশাই বুঝবা তুমি
লাশের ব্যথা কি যে
তোমার জনা বিদেশ থাকে
রাজপ্রাসাদে নিজে।

বিচারপতি তেমারও বিচার
হবে জেনো হবে
শেষ বিচারে পার পাবেনা
যদিও পাও ভবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৩
এসএ-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।