ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

বৃষ্টির কথা

শাহজাহান মোহাম্মদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, জুন ১৮, ২০১৩
বৃষ্টির কথা

বৃষ্টি তুমি আসবে বলে
আকাশ মেঘের ভিড়
বৃষ্টি তুমি যাচ্ছ ছুঁয়ে
আমার স্বপ্ন নীড়।

বৃষ্টি তুমি আসবে বলে
হাসলো কদম বনে
বৃষ্টি তুমি আনমনা সুর
বাঁশি আমার মনে।



বৃষ্টি তুমি আসবে বলে
ধাইছে নদী ঢেউ
বৃষ্টি তুমি স্বস্তি জোগাও
বাদ থাকে না কেউ!

বৃষ্টি তুমি আসবে বলে
ফুল পাখিদের গান
বৃষ্টি তুমি সৃষ্টি সুখের
হিজলগন্ধা প্রাণ।

বৃষ্টি তুমি আসবে বলে
কিষাণ গলায় গীত
বৃষ্টি সোঁদা গন্ধে মাটি
সবুজ মাখা জিত।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১৩
এএ/মেইল-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।