ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

ধবল ধোলাই

আলেক্স আলীম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৫, অক্টোবর ৩১, ২০১৩
ধবল ধোলাই

কিউই পাখির ফুরালো দম
হবে ধবল ধোলাই
কিউই তোমার উড়ে যাবার
পথতো আছে খোলাই।

বলগুলো তো বল ছিলো না
ঠিক কামানের গোলা
দেশতো পেলো অনেক কিছু
জল যত হোক ঘোলা!

চারিদিকে হোই হুল্লোড়
দেশ যাচ্ছে ভেসে
আসুন সবাই একত্রিত হই
দেশকে ভালোবেসে।



বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
জেডএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।