ঢাকা, শনিবার, ১৪ আষাঢ় ১৪৩২, ২৮ জুন ২০২৫, ০২ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

যত সব আবদার | সাকিল খাঁন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, সেপ্টেম্বর ২৪, ২০১৪
যত সব আবদার | সাকিল খাঁন

ভাগ্নে বলে, মামা
ঈদের জন্য আনবে আমার
নতুন একটি জামা।

ভাস্তে বলে, চাচা
বাজার থেকে দাও কিনে
ময়না আর খাঁচা।



ভাই বলে, দাদা
অফিসিয়াল শার্ট দরকার
কালার হবে সাদা।

বউ বলে, শোনো
হাজার টাকার একটি বান্ডেল
আমার জন্য এনো।

মা বলে, বাবা
সকাল দুপুর সব সময়ই
ভরপেট খাবার খাবা।

বাবা বলে, বাবু
দিনের পর দিন হচ্ছে তোর
শরীরটা যে কাবু।

শিক্ষক বলে, শোনরে
পড়াশুনা গোল্লায় গেলো
কোথায় তোর মনরে।

বন্ধু বলে, দোস্ত
মনে হয় পেট পুরে খাই
এক বাটি গোস্ত।



বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।