ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

মূল সমস্যা | অমিয় দত্ত ভৌমিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, জানুয়ারি ২৫, ২০১৬
মূল সমস্যা | অমিয় দত্ত ভৌমিক

ফুলে আছো গুলে আছো
ভেটকি মাছের মতো!
মাথা জুড়ে গুজব চিন্তা
আছে রাজ্যের যত।

ভুল কোথায় বলো তুমি
দিচ্ছ কেন যন্ত্রণা?
না কি তোমার বুঝতে বাকি
পেয়েছো কোন মন্ত্রণা?

ভুল হলে রাস্তা আছে
শুধরে নিতে দোষ নেই
এমন ভাব করছো তুমি
যেন তোমার হুঁশ নেই।



ভুল হলেও মন্দ নয়!
ভবিষ্যতের জন্য
ভুল; শিক্ষার একটা সোপান
করো যদি গণ্য।

কথা বললে ঝগড়া শোনায়
বলে পড়শি লোকে
যাচ্ছেতাই বলেই যাচ্ছো
আটকাচ্ছে না মুখে।

খুঁজতে গিয়ে এই রহস্য
সমস্যার মূল প্যানেল
ঘুরে ফিরে হচ্ছে দায়ী
টিভির কয়েক চ্যানেল!

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।