ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

আম জামের দেশে

মাহমুদ মেনন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, জুন ২৩, ২০১১
আম জামের দেশে

আমের দেশে জামের দেশে
এলো ঝরো হাওয়া,
আম কুড়িয়ে জাম কুড়িয়ে
চলছে মজার খাওয়া।

চলছে মজার খাওয়া কত
চলছে হুটোপুটি,
আম কুড়াতে ছেলের দল
খাচ্ছে লুটোপুটি।

খাচ্ছে লুটোপুটি সবে
এ পড়ে ওর গায়ে,
আমের ছড়া, জামের ছড়া
পড়ছে ছিড়ে গায়ে।

পড়ছে গায়ের পরে কত
আমপাতা জামপাতা,
হৈ-হুল্লোর চলছে সবার
জড়িয়ে লতাপাতা।

লতাপাতা জড়িয়ে খেলে
খোকা খুকুর দল,
আম কুড়ানো নয়তো যেন
চলছে কোলাহল

চলছে কোলাহল দেখো
নামছে খুশির ঢল,
এমন মধুর দেশটি আর
কোথায় পাবি বল!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।