ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

জোকস : পরের বাসে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, জুলাই ৪, ২০১১
জোকস : পরের বাসে

পরের বাসে
এক লোক হন্যে হয়ে এক লোকাল বাসের পেছনে ছুটছে। তাই দেখে বাসের হেলপার বলল,এত কষ্ট না করে পরের বাসে আসলেই তো পারেন।

লোকটা উত্তর দিল, সারা জীবন তো পরের বাসে চড়ে এলাম, নিজের তো আর বাস কোন দিন ছিল না।


টিভির পোকা
পুলিশ : আপনি বলছেন, গতরাত্রে চোর আপনার বাসা থেকে ফ্রিজ, গাড়ী, টাকা, অলংকার চুরি করেছে?
বাড়ির মালিক : হ্যাঁ।
পুলিশ : কিন্তু টিভিটা নেয়নি কেন?
বাড়ির মালিক : ওটা নেবে কীভাবে! তখন তো আমি টিভি দেখছিলাম।

সংগ্রহে: তৌফিকুল ইসলাম সম্রাট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।