নাচন নাচন রোদের নাচন
প্রজাপতির পাখায়,
ছন্দ ছড়ায় ব্যস্ত খোকন
নিজের ভুবন আঁকায়।
ছন্দ ছড়ায় গোলাপ বকুল
ফুলের বাগান আঁকে,
খোকার ছড়ায় মনটা ছোটে
কমলা নদীর বাঁকে।
খোকার ছড়ায় নীলের ফাঁকে
ধবল মেঘের সাঁকো,
একটা ঘুড়ি লেজ দুলিয়ে
বললো আমায় আঁকো।
ডানপিটে এক হলদে ফড়িং
ছানা ভাসছে বেশ,
খোকার ছড়ায় মায়ের মুখ
সঙ্গে হাসছে দেশ।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এএ


