ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

বিশ্ব শিশু দিবস

আমরা করবো জয় একদিন

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, অক্টোবর ২, ২০১১
আমরা করবো জয় একদিন

আমরা করবো জয় একদিন। জয় আসবেই।

তবে সে জয়টি আমাদেরই জয়। যেদিন বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে প্রতিষ্ঠিত হবে জাতিসংঘ শিশু সনদ। শিশুরা পাবে তাদের প্রাপ্য অধিকার। আর এই অধিকারের কথা সবার মাঝে ছড়িয়ে দিতেই জাতিসংঘ ঘোষণা করেছে বিশ্ব শিশু দিবস। সোমবার বিশ্ব শিশু দিবস।

দিনটিকে ঘিরে প্রতিবারই আমাদের দেশে সরকারি-বেসরকারিভাবে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু হতাশার কথা হচ্ছে আজও আমাদের দেশের শিশুরা তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত। প্রতিদিন হাজারো শিশু অর্ধাহারে, অনাহারে রাতে ঘুমাতে যায়।

জাতিসংঘ শিশু অধিকার সনদের প্রথম স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম দিকে থাকলেও দেশের মোট শিশুর বড় একটি অংশ শিশুশ্রমের সঙ্গে যুক্ত।

আর তোমরা যারা সুবিধাপ্রাপ্ত শিশু, তারাও কি পাচ্ছো প্রাপ্য অধিকার? পড়াশোনার চাপে ইট-কাঠের শহরে তাদের নি:শ্বাস কেবলই বন্ধ হয়ে আসে। চারদিকে কেবলই বাড়ি আর বাড়ি। কোথাও নেই একটু খেলার মাঠ।

এভাবে আর কতদিন চলবে? শিশুরা এমনই ভাবে অধিকার বঞ্চিত থেকে যাবে? বিশ্ব শিশু দিবসে আমাদের প্রত্যাশা শিশু অধিকারময় বাংলাদেশ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।