ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

হাঁস মুরগীর আপন কথা

তাপসকিরণ রায় | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২২, নভেম্বর ৯, ২০১১
হাঁস মুরগীর আপন কথা

মুরগী বলে, হাঁস ভাই,
তোমার প্যাঁক, প্যাঁক, করা ছাড়া
আর কি কোনো কাজ নাই?
তোমায় যখনি দেখি
ডোবায় কিংবা পুকুরে
এপার ওপার সাঁতরে বেড়াও
সকাল, বিকাল, দুপুরে!
বলি একটু তো দাঁড়াও,
দুটি কথা বলতে
বন্ধুত্বের হাত বাড়াও!

প্যাঁক, প্যাঁক, প্যাঁক বলে হাঁস
আমার দাঁড়াবার নেই অবকাশ।
ডাঙাতে বেশি থাকতে না চাই,
ধরবে কুকুরে থামি না যে তাই।


পা অনুপাতে শরীর আমার ভারি,
চলতে পারি না ততো তাড়াতাড়ি!
তাই তো পা চালাই-
ডাঙা ছেড়ে শীগগির পালাই!

অথচ জলাশয়ে স্বছন্দ বিহার আমার,
সেখানে দ্রুত গতি- ছুটে চলি অপার!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।