ঢাকা, শনিবার, ১৪ আষাঢ় ১৪৩২, ২৮ জুন ২০২৫, ০২ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

মেঘকন্যে | মঈনুল হক চৌধুরী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, জুলাই ২০, ২০২০
মেঘকন্যে | মঈনুল হক চৌধুরী

এই তো কেমন ফর্সা আকাশ
হঠাৎ হলো কালো,
ঝির ঝির ঝির বৃষ্টি হাওয়া
দেখতে লাগে ভালো।

মেঘকন্যে টাপুর টুপুর
বৃষ্টি নামায় যেই,
মনটা তখন নেচে ওঠে
আনন্দে ধেই ধেই।

ঝিলের বুকে শাপলা দোলে
পানকৌড়ির মেলা,
বৃষ্টি-হাওয়া নেয় ভাসিয়ে
স্বপ্নরঙিন ভেলা।

বর্ষা এলে প্রকৃতি তাই
নতুন রূপে সাজে,
মেঘকন্যে বৃষ্টি নামায়
সকাল দুপুর সাঁঝে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
এএ                                 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।