ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

শিশুদের জাতীয় সংসদ অধিবেশন বুধবার

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, মার্চ ২০, ২০১২
শিশুদের জাতীয় সংসদ অধিবেশন বুধবার

ঢাকা: ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশুদের জাতীয় সংসদ অধিবেশন বা ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট। শিশুদের সংসদের ১০ম এই অধিবেশন বুধবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওস্থ এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।



দেশের প্রত্যেক জেলা থেকে শিশুদের দ্বারা নির্বাচিত একজন করে শিশু সংসদ সদস্য ও দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ২০ জন শিশু প্রতিনিধিসহ মোট ৮৪ জন শিশু প্রতিনিধি এ অধিবেশনে অংশ নেবে।

অধিবেশনে দেশের বর্তমান পরিস্থিতিতে ‘শিক্ষাখাতে ব্যয়: পরিবার এবং শিশুদের ওপর প্রভাব’ বিষয়ে চাইল্ড পার্লামেন্ট প্রতিনিধিদের জরিপ তথ্য ও বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে একটি কর্মপত্র উপস্থাপন করা হবে।

ব্যতিক্রমী এই অধিবেশনের আয়োজন করছে সেভ দ্য চিলড্রেন, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্লান বাংলাদেশ।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এতে সভাপতিত্ব করবেন স্পিকার এসএম শাহরিয়ার সিফাত।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১২

সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।