ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট খুলছে রোববার, ৫৮ বেঞ্চ পুনর্গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, জুন ২০, ২০১৮
সুপ্রিম কোর্ট খুলছে রোববার, ৫৮ বেঞ্চ পুনর্গঠন

ঢাকা: অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রোববার। খোলার আগে বুধবার (২০ জুন) হাইকোর্ট বিভাগের ৫৮টি বেঞ্চের তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এসব বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলো তাদের বিচারকার্য শুরু করবেন।  

৩ জুন থেকে ২১ জুন পর‌্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকারের ঘোষিত ছুটি এবং সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ছিলো।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ২০, ২০১৮
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।