ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আইন ও আদালত

রিমান্ড শেষে ঢা‌বির বহিষ্কৃত ২ ছাত্রলীগ নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৬, অক্টোবর ১৩, ২০১৯
রিমান্ড শেষে ঢা‌বির বহিষ্কৃত ২ ছাত্রলীগ নেতা কারাগারে

ঢাকা: ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের (ঢাবি) মহসীন হল থেকে অস্ত্রসহ আটক ব‌হিষ্কৃত দুই ছাত্রলীগ ‌নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুইদিনের রিমান্ড শেষে শনিবার (১২ অক্টোবর) তাদের আদালতে হাজির করা হয়।

পরে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার।

আবেদন মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এই দুইজন হ‌লেন-ঢাবি ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক হাসিবুর রহমান তুষার ও উপ-অর্থ সম্পাদক আবু বকর আলিফ। তুষার আইআর ও আলিফ দর্শন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র। তারা আগেই ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হয়েছেন।

গত ৯ অক্টোবর এই দুজনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। গত ৮ অক্টোবর মহসীন হলে এক ছাত্রলীগ নেতার মাথায় ‘পিস্তল ঠেকানো’র এই দুইজন‌কে গ্রেপ্তার করে পুলিশ।  

পরে পুলিশ জানায়, হলে তাদের কক্ষে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
কেআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।