ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আইন ও আদালত

বনানীর অগ্নিকাণ্ড মামলার প্রতিবেদন ১২ ন‌ভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, অক্টোবর ১৩, ২০১৯
বনানীর অগ্নিকাণ্ড মামলার প্রতিবেদন ১২ ন‌ভেম্বর

ঢাকা: রাজধানীর বনানীর ভবনে অগ্নিকাণ্ডে দায়ের করা মামলায় তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১২ ন‌ভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৩ অ‌ক্টোবর) ঢাকার মে‌ট্রোপলিটন ম্যা‌জি‌স্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী নতুন এ দিন ধার্য করেন। রোববার এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল।

 

কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্র‌তি‌বেদন জমা না দেওয়ায় আদালতের বিচারক নতুন দিন ঠিক করেছেন।  

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ মার্চ বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলেই ২৫ জন ও হাসপাতালে একজন নিহত হন। আহত হন আরও ৭৩ জন।

পরে ৩০ মার্চ এ ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে থানায় এ মামলা করেন।

অভিযোগে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে মানুষের জানমালের ক্ষতি, অবহেলা ও তাচ্ছিল্যপূর্ণ কার্যকলাপের ফলে অপরাধজনক অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানি, মারাত্মক জখমসহ সম্পদের ক্ষতিসাধন করে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
‌কেআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।